বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে ইনস্টাগ্রাম অন্যতম। ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে সময়ের সঙ্গে বেড়েই চলেছে এর জনপ্রিয়তা। ইউজারদের সুবিধার জন্য নতুন নিয়েম নিয়ে এসেছে ইনস্টাগ্রাম। আগে ইনস্টাগ্রামে একটি পোস্টে একসঙ্গে ১০টির বেশি ছবি পোস্ট করা যেত না। তবে এবার থেকে ইনস্টাগ্রামের একটি পোস্টে এখন থেকে ২০টি ছবি যুক্ত করা যাবে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদে উঠে এসেছে এই তথ্য।
ইনস্টাগ্রামে একটি পোস্টে একাধিক ছবি ও ভিডিও যুক্ত করা যায় তাকে ক্যারাসোল পোস্ট ফিচার বলা হয়। এই ধরনের পোস্টে ডান পাশে স্লাইড করলে একটির পর একটি ছবি বা ভিডিও দেখা যায়। এটাকে ফটো ডাম্পও বলা হয়। ২০১৭ সালে ফিচারটি চালু করে ইনস্টাগ্রাম। সেই সময় থেকে ট্রাভেল ডায়েরি বা মিমসের একটি সংগ্রহ তৈরি করার জন্য ফিচারটি ব্যবহার করা হয়ে আসছে। ধীরে ধীরে ফিচারটিতে বিভিন্ন বিষয় যুক্ত করা হয়।
তবে অনে ক্ষেত্রেই ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অভিযোগ ছিল ১০টি ছবি একটি পোস্টে করার ফলে অনেক সময় সমস্যা হচ্ছে। ইনস্টাগ্রামে অনেক অনলাইন বিজনেস করেন, তারা বিষয়টি নিয়ে বলেছিলেন। আপলোড করার মতো পছন্দের ছবিগুলো একটি একটি করে পোস্ট করতে প্রতিবার কয়েক ধাপের একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যা অনেকটাই সময়সাপেক্ষ।
ইনস্টাগ্রামের একসঙ্গে ২০টি ছবি প্রকাশ করার বিষয়ে অনেক ব্যবহারকারী ইতিবাচক ভাবে দেখছেন। তারা বলছেন, একসঙ্গে অনেক ছবি আপলোড করার সুবিধাটি বিশেষ করে ইভেন্ট, ট্রিপ বা ছবির বিষয়ভিত্তিক কালেকশন শেয়ার করার জন্য সহজ হলো। প্রযুক্তিবিদরাও বিষয়টি ইতিবাচক হিসেবেই বিবেচনা করছেন।
prothomasha.com
Copy Right 2023