বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৯ ফেব্রুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
চলচ্চিত্রটির নাম ‘প্যারাসাইট’। মুক্তি পায় ২০১৯ সালের মে মাসে। বং জুন-হো পরিচালিত দক্ষিণ কোরিয়ার রহস্যময় আর হাস্যকৌতুকপূর্ণ রোমাঞ্চকর এই চলচ্চিত্র ইতিহাস গড়েছে। ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি অস্কারে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পায় ‘প্যারাসাইট’। এটিই ছিল ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষার প্রথম অস্কার পুরস্কার পাওয়া চলচ্চিত্র।
সময়টা ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি। মিসরের প্রত্নতত্ত্ববিদেরা জানান, তাঁরা ৩০টি প্রাচীন মমির সন্ধান পেয়েছেন। এসব মমি ২ হাজার ৬০০ বছরের পুরোনো। সাকারে গ্রামের সমাধিস্থলে এসব মমি খুঁজে পান তাঁরা।
prothomasha.com
Copy Right 2023