ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিষ্ঠার পথে ম্যাসট্রিক্ট চুক্তির গুরুত্ব অসীম। ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি পশ্চিম ইউরোপের ১২টি দেশের নেতারা নেদারল্যান্ডসের ম্যাসট্রিক্ট শহরে অনুষ্ঠিত এক সম্মেলনে চুক্তিটি সই করেন। এ চুক্তির মধ্য দিয়ে ইইউ প্রতিষ্ঠা হয়।
সময়টা ১৯৮৪ সালের ৭ ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের নভোচারী ব্রুস ম্যাককেনন্ডলেস প্রথমবারের মতো মহাকাশে হাঁটেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসার নভোযান চ্যালেঞ্জারে করে তিনি পৃথিবীর কক্ষপথে গিয়েছিলেন। পরে মুক্তভাবে টানা ৯০ মিনিট সেখানে হাঁটেন (আসলে ভেসে বেড়ানো) তিনি। সেই সঙ্গে ২৭৩ কিলোমিটার ওপর থেকে পৃথিবীর রূপ প্রত্যক্ষ করেন এই নভোচারী।
১৮৪৫ সালের ৭ ফেব্রুয়ারি লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে এক দর্শনার্থীর ধাক্কায় একটি ফুলদানি ভেঙে যায়। ফুলদানিটি ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের। খ্রিষ্টপূর্ব প্রথম শতকে ওই ফুলদানি বানানো হয়েছিল। গত শতকের আশির দশকে আবার ভেঙে যাওয়া ফুলদানিটি জোড়া দিয়ে আগের চেহারায় ফিরিয়ে আনা হয়।
রবার্ট টিম ও জন কুক—তরুণ দুজন পাইলট। অনন্য একটি রেকর্ড রয়েছে তাঁদের দখলে। যুক্তরাষ্ট্রের নেভাদার মরু অঞ্চলের আকাশে টানা ৬৪ দিন ২২ ঘণ্টা উড়োজাহাজ চালিয়েছেন তাঁরা। এ সময়ে একবারও কোথাও অবতরণ করেননি। এমনকি তাঁদের উড়োজাহাজে জ্বালানি ভরা হয় আকাশে ওড়া অবস্থায়। ১৯৫৯ সালের ৭ ফেব্রুয়ারি এই কীর্তির জন্য বিশ্ব রেকর্ড গড়েন রবার্ট ও জন।
prothomasha.com
Copy Right 2023