সব দিক থেকেই এগিয়ে থাকা ইংল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। আজ শনিবার চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। গতকাল প্রত্যাশার কথাই জানিয়েছেন, বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি। বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। এ জয়ে খুবই আত্মবিশ্বাসী তারা। এই আত্মবিশ্বাসকে জ্বালানি হিসেবে কাজে লাগিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছু উপহার দিতে চায় নিগার সুলতানা জ্যোতিরা। ইংল্যান্ড ম্যাচ সামনে রেখে সোবহানা জানালেন, ‘ইংল্যান্ড ভালো দল। র্যাংকিংয়ে ২-৩ এর মধ্যে থাকে। আমাদের খুব বেশি খেলা হয়নি ইংল্যান্ডের সঙ্গে। তারপরও আশাবাদী যে আমরা আমাদের গত ওয়ানডে বিশ্বকাপে আমরা অনেক ভালো করেছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে বোলিং ইউনিট অনেক ভালো করেছে। আমরা আশাবাদী ইংল্যান্ডের বিপক্ষে আমাদের সর্বোচ্চটা দেওয়ার।’
বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠার ইতিহাস গড়তে চায় বাংলাদেশের মেয়েরা। এ জন্য বড় দল ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে হবে। সোবহানা জানান, ‘সেমিফাইনালে যাওয়ার জন্য ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে যেন জিততে পারি। বাকি যে ম্যাচগুলো আছে, সেগুলোতেও আমরা ধরার চেষ্টা করব।’ দল এখন খুবই উজ্জীবিত। গত ম্যাচে সেরা বোলিং পারফরম্যান্স দেখানো রিতু মনি বলেন, ‘আমরা খুবই আত্মবিশ্বাসী। অনেক দিন পর তাদেরকে (ইংল্যান্ড) বিশ্বকাপে আমরা পেয়েছি। নিজেদের শতভাগ দেওয়ার চেষ্টা করব। ইংল্যান্ডের সঙ্গে ভালো কিছুই আশা করছি।’
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও ইকোনমি বোলিং করার চেষ্টা করবেন রিতু। আজ ছুটির দিন হওয়ায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ঢল নামবে বলে আশা করা হচ্ছে। দর্শকদের উপস্থিতি বাংলাদেশের মেয়েদের আরো উৎসাহ জোগাবে বলে মনে করেন রিতু। এ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিনটি ম্যাচেই হারের রেকর্ড লাল-সবুজের জার্সিধারীদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আটটি আসরেই খেলে ইংল্যান্ড। প্রথম আসরের চ্যাম্পিয়ন তারা। শক্তিশালী প্রতিপক্ষ হলেও এবার ভালো কিছু করে দেখাতে পারলে ইংলিশদের বিপক্ষে ইতিহাস বদলে দিতে পারে বাংলাদেশ নারী দল।
prothomasha.com
Copy Right 2023