আওয়ামী লীগের ওপর আস্থা আছে বলেই দেশের মানুষ আবারও আমাদের ক্ষমতায় এনেছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভোট পাবে না বলেই বিএনপি নির্বাচনে আসেনি। শুক্রবার রাতে জার্মানির মিউনিখে এক সংবর্ধনায় এসব কথা বলেন শেখ হাসিনা। ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়া।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের সক্ষমতা বাড়ায় এখন আর কেউ না খেয়ে থাকে না। তাই মাছ, মুরগি কিংবা পেঁয়াজের মতো পণ্যের দাম বাড়লেই শুরু হয় সমালোচনা।প্রধানমন্ত্রী বলেন, একসময় যাদের একবেলা খাবারও জুটত না, দেশে আর্থিক স্বচ্ছলতা ফেরায় তাদের অনেকেই এখন চারবেলা খেতে পারছে।
প্রবাসীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে টাকা পাঠাতে এখন আর কোনো সমস্যা নেই। তাই ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আহ্বানও জানান তিনি।আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসতে না পারলে গত ১৫ বছরের উন্নয়ন লুট হয়ে দেশ অন্ধকারে চলে যেতে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
prothomasha.com
Copy Right 2023