লাতিন অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রেকর্ড পাঁচবারের বিজয়ী ব্রাজিল একইদিন মাঠে নামবে। যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। আর চিলির মুখোমুখি হবে ব্রাজিল।তবে মাঠে নামার আগে বিশ্বচ্যাম্পিয়নরা একের পর এক বিড়ম্বনায় পড়ছে। সরাসরি ভেনেজুয়েলায় ট্রানজিট করতে পারবে না বলে আলবিসেলেস্তে বাহিনী ক্যাম্প করছে মায়ামিতে। আর সেখানেই তারা হারিকেন মিল্টনের কবলে পড়েছে। ভেনেজুয়েলার মাঠে আজ আর্জেন্টিনা খেলবে। যেখানে আলবিসেলেস্তেদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। কোপা আমেরিকা ফাইনালের পর জাতীয় দলের জার্সি গায়ে আর মাঠে নামা হয়নি এই আর্জেন্টাইন সুপারস্টারের।
তবে কোচ লিওনেল স্কলানির জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে দলের চার গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরির জন্য ছিটকে যাওয়া। তারা হলেন পাওলো দিবালা, আলেহান্দ্রো গানারচো, মার্কোস আকুইনা ও নিকোলাস গনজালেস। কোচের জন্য অবশ্যই দুশ্চিন্তার কারণ বলা চলে এই চার খেলোয়াড়ের ছিটকে যাওয়া। তবে মেসি দলে ফেরাতে অনেকটাই স্বস্তিতে কোচ স্কলানি। ম্যাচের মোড় ঘুরিয়ে ফেলার জন্য এক আর্জেন্টাইন অধিনায়কই যথেষ্ট। বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের সবার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ৮ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট তাদের।এদিকে চিলির বিপক্ষে কঠিন ম্যাচে আজ মুখোমুখি হবে ব্রাজিল। সেলেসাওরা আগের ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরেছে। দলে নেই তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। এ ছাড়া গোলরক্ষক অ্যালিসন বেকারও ছিটকে গেছেন ইনজুরির জন্য। তবে কোচ দরিভাল জুনিয়রের হাতে রয়েছে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়। বিশেষ করে আক্রমণভাগ ব্রাজিলের সবচেয়ে বেশি শক্তিশালী। রিয়ালের হয়ে খেলা তিন ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এনদ্রিক রয়েছেন দরিভালের দলে। তবে ব্রাজিলের মূল সমস্যা মাঝমাঠে। একমাত্র পাকুয়েতা ছাড়া আহামরি কেউই তেমন পারফরম করতে পারছে না। ফলে ব্রাজিলের আক্রমণগুলো ঠিক সেইভাবে মেলে উঠতে পারছে না। বাছাইপর্বে ব্রাজিল খুব একটা সুবিধাজনক স্থানে নেই। তাদের অবস্থান পঞ্চম।
prothomasha.com
Copy Right 2023