রাজধানীর লালবাগ থানায় দায়েরকৃত আরও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে। একই মামলায়, তার সাথে গ্রেফতার দেখানো হয় চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি শাওনকে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে মহানগর হাকিম শাহিন রেজার আদালতে হাজির করে গ্রেফতারের আবেদন জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা। গ্রেফতার দেখিয়ে, কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এ নিয়ে ৫টি মামলায় গ্রেফতার দেখানো হলো হাজী সেলিমকে। মামলার অভিযোগে বলা হয়, বকশিবাজার আলিয়া মাদরাসার সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময়; ছাত্রলীগ ও যুবলীগ গুলি চালালে ফজলুল করিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। ওইসময়, ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলির নির্দেশ দেন এই দুই আসামি।
পরে আহত ব্যক্তি নিজেই এই হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত ১৫টি মামলার এজহারনামীয় আসামি হাজী সেলিম।
prothomasha.com
Copy Right 2023