গেল ঈদে দেশজুড়ে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। রায়হান রাফীর পরিচালনায় এটি এখন দাপিয়ে বেড়াচ্ছে সিনেমা হলগুলোতে। গতকাল সোমবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় অনুষ্ঠিত হয় ‘তুফান’র বিশেষ প্রদর্শনী।এদিন দর্শক সারিতে বসে ‘তুফান’ দেখেছেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, গাজী রাকায়েত, মাসুমা নাবিলা, রায়হান রাফীসহ সিনেমার কলাকুশলীরা। এ সময় উপস্থিত সবাই সিনেমাটির প্রশংসা করেন।
এ সময় শাকিব খান বলেন, ‘ঈদ শেষ হয়ে গেলেও দেশের মানুষ “তুফান” যেভাবে উপভোগ করছে তাতে বুঝতে আর বাকি নেই এ সাফল্য কোথায় গিয়ে থামবে। আমার পরিববারের সবাই বলছেন তারা টিকিট পাচ্ছেন না। দর্শকদের সবার কাছে কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই।’তিনি আরও বলেন, ‘এ দেশে তো চলছে, খুব শিগগিরই এটি ভারতে মুক্তি দেওয়া হবে। সেখানে হিন্দি ভাষায় প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হবে। আর আন্তর্জাতিকভাবে তো ২৮ জুন বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে।’
এরপর অনেকটা মজার ছলে চিত্রনায়ক বলেন, ‘আমি আগেই বলেছিলাম, “তুফান” ১০০ কোটি টাকা বিজনেস করলে লাভের ২৫ শতাংশ আমি পাব! সিনেমাটি প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে আবার ইন্টারন্যাশনালও রিলিজ হচ্ছে। আরও ১০০ কোটি ব্যবসা করলে আমার পারিশ্রমিক হবে ৫০ কোটি!’সিনেমাটি দেখে দর্শক প্রতিক্রিয়া চান পরিচালক রায়হান রাফী। তিনি বলেন, ‘সিনেমাটা দেখেন, তারপর যা ভালো লাগে আমাদের বলেন। দোয়া করবেন যেন সামনে আরও ভালো কিছু করতে পারি।’‘তুফান’র বিশেষ প্রদর্শনীতে সিনেমার অভিনয়শিল্পীরা ছাড়াও উপস্থিত ছিলেন আরিফিন শুভ, বিন্দু, রুনা খান, প্রিন্স মাহমুদ, দিলশাদ নাহার কনা, জান্নাতুল ফেরদৌস ঐশী, জিয়াউল রোশান, আশফাক নিপুণসহ অনেকে।
prothomasha.com
Copy Right 2023