পর্দা নেমেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৭ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। এবার আসরে সেরা পারফরমারদের নিয়ে আসরের সেরা দল প্রকাশ করেছে আইসিসি। এই একাদশে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের আধিপত্য রয়েছে। দলটি ৬ ক্রিকেটার জায়গা পেয়েছেন। তবে রানার্সআপ হওয়া দল দক্ষিণ আফ্রিকার কোনো খেলোয়াড় এতে নাম লেখাতে পারেননি
প্রথমবারের মতো সেমিফাইনাল খেলা আফগানিস্তানের একাধিক খেলোয়াড় এই তালিকায় স্থান পেয়েছেন। তবে সুপার এইটে খেলা বাংলাদেশের কারও জায়গা হয়নি।সেরা খেলোয়াড়দের এই তালিকায় দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকান গতি তারকা আনরিখ নরকিয়াকে।
টুর্নামেন্ট সেরা দলের একাদশে যারা রয়েছেন: রোহিত শর্মা (ভারত), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), সূর্যকুমার যাদব (ভারত), মার্কোস স্টোইনিস (অস্ট্রেলিয়া), হার্দিক পান্ডিয়া (ভারত), অক্ষর প্যাটেল (ভারত), রশিদ খান (আফগানিস্তান), জসপ্রিত বুমরাহ (ভারত), আর্শদীপ সিং (ভারত), ফজল হক ফারুকী (আফগানিস্তান)।
prothomasha.com
Copy Right 2023