সম্প্রতি নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ‘আইওএস ১৮’ অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। অ্যাপলের এই হালনাগাদ অপারেটিং সিস্টেমে অ্যাপল ইন্টেলিজেন্সসহ ফটোজ, মেসেজ, নোটস ও সিরিতে নতুন সুবিধা পাওয়া যাবে। তবে সব আইফোনে আইওএস ১৮-এর নতুন এসব সুবিধা ব্যবহার করা যাবে না। পুরোনো মডেলের আইফোন ব্যবহারকারীরা এই অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন না। সর্বশেষ আইফোন ১৫ থেকে শুরু করে আইফোন ১১ ও আইফোন এসই (দ্বিতীয় প্রজন্ম থেকে পরবর্তী সংস্করণ) পর্যন্ত আইফোনের মডেলে আইওএস ১৮-এর বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে। দেখা যাক কোন সুবিধা কোন ফোনে ব্যবহার করা যাবে।
অ্যাপল ইন্টেলিজেন্স
আইওএস ১৮ অপারেটিং সিস্টেমের সবচেয়ে আকর্ষণীয় সংযোজন হলো অ্যাপল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির এ সুবিধা ব্যবহার করে আইফোন ব্যবহারকারীরা তাঁদের দৈনন্দিন কাজ মেশিন লার্নিংয়ের মাধ্যমে করতে পারবেন। অ্যাপল ইন্টেলিজেন্সে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে লেখা ও যোগাযোগকে। শুধু তা–ই নয়, ভার্চ্যুয়াল সহকারী সিরির মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্সে বিভিন্ন ধরনের কাজ করা যাবে। তবে এ সুবিধা আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্সে ব্যবহার করা যাবে।
সিরিতে চ্যাটজিপিটি
আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরিতে যোগ করা হয়েছে চ্যাটজিপিটি। এ সুবিধাটিও শুধু আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্সে ব্যবহার করা যাবে।
নোটসে লাইভ অডিও ট্রান্সক্রিপশন
অ্যাপল নোটসে রেকর্ডিং থেকে সরাসরি শ্রুতলিপি বা ট্রান্সক্রিপ্ট লেখার সুযোগ চালু হয়েছে। এমনকি সরাসরি অডিও রেকর্ড করার সময়ও এ সুবিধা ব্যবহার করা যাবে। আইওএস ১৮–এর এ সুবিধাটি আইফোন ১২ ও তার পরবর্তী সংস্করণের আইফোনের মডেলে ব্যবহার করা যাবে।
আইট্র্যাকিং
ভিশন প্রোর আইট্র্যাকিং প্রযুক্তির মতো আইওএস ১৮ অপারেটিং সিস্টেমেও আইট্র্যাকিং সুবিধা যুক্ত হয়েছে। এ সুবিধার ফলে চোখের ইশারায় আইফোন ও আইপ্যাড নিয়ন্ত্রণ করা যাবে। এ সুবিধাটি আইফোন ১২ ও পরবর্তী মডেলগুলোয় ব্যবহার করা যাবে।
আরও যেসব সুবিধা যেসব ফোনে
এ ছাড়া হোম অ্যাপের ‘হ্যান্ড ফ্রি আনলকিং অব ডোর’ সুবিধা আইফোন ১১ ও এরপরের মডেলগুলোয় ব্যবহার করা যাবে। এনহ্যান্সড ডায়ালগ সুবিধাটি আইফোন ১১ থেকে ব্যবহার করা যাবে। মিউজিক হ্যাকটিকস সুবিধাটি আইফোন ১২ ও তার পরবর্তী সংস্করণে ব্যবহার করা যাবে।
সূত্র: নাইন টু ফাইভ ম্যাক ডটকম
prothomasha.com
Copy Right 2023