শীর্ষ পর্যায়ে এক দশক হয়ে গেছে। পেশাদার ক্যারিয়ারের বয়স তো আরও তিন বছর বেশি। কিন্তু হ্যারি কেইনের উইকিপিডিয়া পেজের ‘অনার্স’ সেকশনে গেলে দেখানোর মতো কিছু নেই। ১৪ বছরেও ছোট বা বড়- কোনো শিরোপা হাতে নিতে পারেননি ইংলিশ অধিনায়ক। এ বছর সে দুঃখ ঘুচবে বলে মনে হয়েছিল। টটেনহাম ছেড়ে এই মৌসুমে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন ইংলিশ স্ট্রাইকার। টানা ১১ বছর ধরে বুন্দেসলিগায় অন্য কোনো দলকে শিরোপা পেতে দিচ্ছে না দলটি, এমন দাপুটে এক দলে যোগ দিয়ে কেইন লিগ শিরোপার খরা ঘোচাবেন বলে মনে হয়েছিল।
কিন্তু এমনই কপাল যে, কেইন যোগ দেওয়ার মৌসুমেই বুন্দেসলিগায় বায়ার্নের দাপট অন্তত এক মৌসুমের জন্য শেষ হচ্ছে বলে হচ্ছে। গতকাল লা লিগার মতো বুন্দেসলিগারও শীর্ষ দুই দল মুখোমুখি হয়েছিল। একই সময়ে শুরু হওয়া ম্যাচের আগে সমীকরণও এক ছিল। দুই দলের মধ্যে পয়েন্ট ব্যবধান ২ থাকায়, দ্বিতীয় দলের পক্ষে শীর্ষে থাকা দলকে টপকানোর সুযোগ ছিল। কিন্তু লা লিগায় যেমন স্বাগতিক রেয়াল মাদ্রিদ ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে, বুন্দেসলিগায়ও বায়ের লেভারকুসেন ৩-০ গোলের জয় পেয়েছে। ২১ ম্যাচ শেষে অপরাজিত লেভারকুসেন ৫ পয়েন্টে এগিয়ে আছে বায়ার্নের চেয়ে। লিগে বাকি আছে আর ১৩ ম্যাচ।
১৮ মিনিটে বায়ার্ন থেকে ধারা যাওয়া ইয়োসিপ স্তানিসিচের গোলে এগিয়ে যায় জাবি আলোনসোর দল। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান অ্যালেক্স গ্রিমালদো। যোগ করা সময়ে গোল শোধে মরিয়া বায়ার্নকে আরেকটি গোল দেন প্রতিআক্রমণে ওঠা জেরেমি ফ্রিমপং। বায়ার্ন গোলকিপার ম্যানুয়েল নয়্যার তখন প্রতিপক্ষ কিপারের পাশে বসা! বায়ার্নে যোগ দিয়ে গোল করার সব রেকর্ড ভেঙে দিচ্ছেন কেইন। লিগে ২১ ম্যাচে ২৪ গোল কেইনের। কিন্তু গতকাল বেশ বাজে পারফরম্যান্স ছিল কেইনের। প্রথমার্ধে মাত্র সাতবার বলের স্পর্শ পেয়েছেন কেইন। এবং সবগুলোই ছিল নিজ অর্ধে। মূল স্ট্রাইকারের যখন এমন দশা, তখন দল যে ভুগবে এটাই স্বাভাবিক।
ম্যাচ শেষে তাই দায় স্বীকার করেছেন কেইন, ‘আমরা বল পায়ে ভালো করিনি। ওদের ভালো প্রেস করেছি কিন্তু যখন বল কেড়ে নিয়েছি, একটু পর আমরা আবার বলের দখল হারিয়েছি। এতে ওদের ছন্দ পেতে সাহায্য করেছে।’ এদিকে বহু বছর পর শিরোপাহীন এক মৌসুমের শঙ্কায় পড়েছে বায়ার্ন। কেইন যোগ দেওয়ার পর জার্মান সুপার কাপে হেরেছে তারা। জার্মান কাপে তৃতীয় স্তরের ক্লাব সাব্রুকেন-এর কাছে হেরেছে তারা। এখন শুধু চ্যাম্পিয়নস লিগ ও বুন্দেসলিগাই হাতে আছে। তবে কেইন হাল ছাড়ছেন না, ‘এই হারটা কষ্ট দিচ্ছে, আমরা ভিন্ন কিছু আশা করছিলাম, কিন্তু আমাদের চ্যাম্পিয়নস লিগ ও পরের ম্যাচে মনোযোগ দিতে হবে। এখনো অনেক ম্যাচ বাকি এবং যত বেশি সম্ভব পয়েন্ট পাওয়ার চেষ্টা করতে হবে।’
prothomasha.com
Copy Right 2023