অবশেষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন বাবর আজম। আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে। ২৫ ফেব্রুয়ারি স্কোয়াড চূড়ান্ত করার শেষ দিন। তার আগেরদিনই জরুরি বৈঠকের পর পাকিস্তান স্কোয়াড ঘোষণা করেছে।
তবে পাকিস্তানের বিশ্বকাপ দলে তেমন কোনো চমক নেই। দলে আছেন অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম। এছাড়া এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন সাইম আইয়ুব, আব্বাস আফ্রিদি, উসমান খান, আজম খান এবং আবরার আহমেদ। আগামী ৬ জুন ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ। তারপর ৯ ও ১১ জুন ভারত ও কানাডার মুখোমুখি হবে। শেষ গ্রুপ ম্যাচ ১৬ জুন আয়ারল্যান্ডের সঙ্গে। ‘এ’ গ্রুপে পাকিস্তানের অন্য তিন প্রতিপক্ষ ভারত, কানাডা ও আয়ারল্যান্ড।
prothomasha.com
Copy Right 2023